Thank you for trying Sticky AMP!!

করোনা মোকাবিলায় অনলাইনে সাহায্য করছে আমাদের গ্রাম

আমাদের গ্রাম ক্যানসার চিকিৎসা কেন্দ্র রামপাল, বাগেরহাট, খুলনা শহরের কেন্দ্র করোনাভাইরাস মোকাবিলায় অনলাইন ও মোবাইল সেবা চালু করেছে। সাধারণ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসংক্রান্ত প্রাথমিক চিকিৎসা পরামর্শের জন্য অনলাইনে এসব কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাবে।

আমাদের গ্রাম ক্যানসার চিকিৎসা কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ জ্বর, সর্দি, কাশির উপসর্গ দেখা দিলে কেউ করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে আমাদের গ্রাম চিকিৎসকের সঙ্গে অনলাইনে যোগাযোগ করুন বা ফোনে তাৎক্ষণিক সেবা নিতে পারেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে। যোগাযোগ: ফাতিমা বিনতি আজাদ ০১৯৯৮৬৩৩০৯৭ ও আইরিন আক্তার: ০১৭০১০১৩০৮০। এর বাইরে অনলাইনে ভিডিও কল সেবার জন্য (info@amadergram.org) যোগাযোগ করে সময় নেওয়া যাবে। এ সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অনুমতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের দক্ষিণাঞ্চলে (বৃহত্তর খুলনা অঞ্চলে) তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘আমাদের গ্রাম’। বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটির একটি প্রকল্প এটি।