কৃত্রিম অশ্রুগ্রন্থি ও লালাগ্রন্থি

জাপানের একদল গবেষক এবার ইঁদুরের স্টেম সেল থেকে তৈরি করেছেন অশ্রুগ্রন্থি ও লালাগ্রন্থি। তাঁদের আশা, এই সাফল্য মানুষের জন্য একই ধরনের কৃত্রিম গ্রন্থি তৈরির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। নেচার কমিউনিকেশনস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের শিক্ষক তাকাশি সুজি ওই গবেষণায় নেতৃত্ব দেন। গবেষকেরা পরীক্ষাগারে ইঁদুরের স্টেম সেল থেকে অশ্রুগ্রন্থি ও লালাগ্রন্থি তৈরি করেন এবং সেগুলো ইঁদুরের শরীরে স্থাপন করে এগুলোর কার্যকারিতা যাচাই করেন। এতে দেখা যায়, কৃত্রিম গ্রন্থিগুলো দীর্ঘ ১৮ মাস স্বাভাবিক কার্যক্ষম থাকে। সুজি বলেন, মানুষের ক্ষেত্রে কৃত্রিম অশ্রুগ্রন্থি ও লালাগ্রন্থি প্রতিস্থাপন সম্ভব হলে প্রতিবছর লাখ লাখ রোগী উপকার পাবে। এএফপি।