Thank you for trying Sticky AMP!!

গ্যালাক্সি এ৯ ফোনের আগাম ফরমাশ শুরু

গ্যালাক্সি এ৯

দেশের বাজারে কোয়াড ক্যামেরার স্মার্টফোন গ্যালাক্সি এ৯–এর আগাম ফরমাশ নিতে শুরু করেছে স্যামসাং। শিগগিরই ফোনটি দেশের বাজারে আনবে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যালাক্সি এ৯-এর ১২০ ডিগ্রি আলট্রা-ওয়াইড লেন্স ক্যামেরা রয়েছে। ২এক্স অপটিক্যাল জুমসমৃদ্ধ টেলিফটো লেন্সের ক্যামেরা রয়েছে এতে। এর মূল ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের। এ ক্যামেরায় ব্যবহার করা হয়েছে পিক্সেল মার্জিং অ্যালগরিদম, যা দিয়ে কম আলোতে স্বচ্ছ ছবি তোলা সম্ভব।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, গ্যালাক্সি এ৯-এর প্রতিটি লেন্স তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্ন ধরনের ছবি তোলার উদ্দেশ্যে, যা স্মার্টফোনটির ক্যামেরা ফিচারকে বহুমুখী কর্মসম্পাদনে সক্ষম করেছে। এর ব্যাটারি ৩ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ারের। ১২৮ জিবি স্টোরেজের ফোনটি preordera 9. com থেকে আগাম ফরমাশ দেওয়া যাবে।