Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে অ্যাপের মাধ্যমে সেবা দেবে পাঠাও ফুড

অ্যাপের মাধ্যমে বিভিন্ন রেস্তোরাঁর খাবারের ফরমাশ দেওয়া যায় পাঠাও অ্যাপে। এত দিন শুধু ঢাকাতেই এ সুবিধা চালু ছিল। সম্প্রতি চট্টগ্রামে এ সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানটি।

পাঠাওয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠাও অ্যাপে পাঠাও ফুড সেবার মাধ্যমে বাড়িতে বসে খাবারের ফরমাশ দেওয়া যাবে। চট্টগ্রামে ফ্রিল্যান্স সাইকেল ও বাইকচালকেরা সে খাবার পৌঁছে দেবেন। ফরমাশকারী যে এলাকায় অবস্থান করবেন, সে এলাকার রেস্তোরাঁ থেকে ফরমাশ দিতে পারবেন।

পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস বলেছেন, ‘যানজট থেকে শুরু করে ক্ষুধা মেটানো পর্যন্ত সব সময় আমাদের গ্রাহকদের জীবনকে আরও আরামদায়ক করার চেষ্টা করছি। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে খাবার পৌঁছানোর মাধ্যমে পাঠাও রাইডারদের আয়ের সুযোগ তৈরি হচ্ছে।’