
ওয়েমো নামের প্রতিষ্ঠানের মাধ্যমে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। প্রতিষ্ঠানটি যে গবেষণা পর্ব পার করে বাণিজ্যিকীকরণের পর্যায়ে পৌঁছেছে, বেশ কিছু সূত্রের খবর থেকে তা বোঝা যায়।
ইনটেল
মোবাইলআই ও বিএমডব্লিউর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২০২১ সালের মধ্যে স্বয়ংক্রিয় গাড়ির বাজারজাতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনটেল। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এমন প্রযুক্তি তৈরি করবে যা অন্যান্য প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে।
অ্যাপল
টাইটান ছদ্মনামে স্বয়ংক্রিয় গাড়ির প্রকল্প শুরু করেছিল অ্যাপল। তবে সেটি বেশি দূর এগোয়নি। এখন গাড়িনির্মাতা ম্যাকলারেন ও লিট মোটরসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নতুন করে শুরুর জন্য।
ন্যুটোনোমি
এমআইটির সাবেক দুই বিজ্ঞানী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রের পিটসবার্গে উবারের পরীক্ষামূলক স্বয়ংক্রিয় ট্যাক্সি সেবা চালুর দিন কয়েক আগেই ন্যুটোনোমি কাজ শুরু করে।
অন্যান্য
ভলভোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এয়ারব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটোলিভ যেমন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে প্রস্তাবিত নীতিমালা প্রকাশ করেছে মার্কিন পরিবহন বিভাগ। এমসিটি নামের ৩২ একরের স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা করার কারখানা স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান। নতুন এই প্রযুক্তি মানুষের হাতের নাগালে আনতে একইভাবে কাজ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এদের মধ্যে টেসলা, জেনারেল মোটরস, ফোর্ড, ফিয়াট ক্রাইসলার, হোন্ডা ও ভলভো উল্লেখযোগ্য।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস। ছবির গাড়িটি লেক্সাসের পরিবর্তিত (গুগল) সংস্করণ