প্রশ্নোত্তর অংশ-১
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষায় সৃজনশীল অংশে ৪টি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
জ্ঞানমূলক প্রশ্ন:
১। জীববিজ্ঞানের জনক কে?
উত্তর: অ্যারিস্টটল।
২। সাইটোলজি বলা হয় কাকে?
উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবকোষের গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়, তাকে সাইটোলজি বলে।
৩। পেনিসিলিন-এর আবিষ্কারক কে?
উত্তর: ব্রিটিশ জীবাণুবিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং।
৪। সর্বপ্রথম মানুষের রক্ত সঞ্চালন পদ্ধতির সঠিক বর্ণনা কে দেন?
উত্তর: আল নাফীস।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন?
উত্তর: কীভাবে জীবের বৈশিষ্ট্য মাতাপিতা থেকে সন্তানে স্থানান্তরিত হয় এবং কীভাবে তা নিয়ন্ত্রণ ও উন্নয়ন করে, তা নিয়ন্ত্রণ হয় বংশগতির দুটি সূত্র দ্বারা। আর এই দুটি সূত্র আবিষ্কার করেন মেন্ডেল। তাই তাঁকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
প্রশ্ন: জীববিজ্ঞানের ফলিত শাখা বলতে কী বোঝো?
উত্তর: জীববিজ্ঞানের মৌলিক শাখা যেমন কোষবিদ্যা, টিস্যুতত্ত্ব, বংশগতিবিদ্যা, বাস্তুবিদ্যা ইত্যাদি থেকে অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে প্রয়োগ করার জন্য যে নতুন শাখার উদ্ভব হয়, তাকে ফলিত শাখা বলা হয়। যেমন— চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, পশুপালনবিদ্যা ইত্যাদি জীববিজ্ঞানের ফলিত শাখা।
অধ্যায়-২
জ্ঞানমূলক প্রশ্ন:
১। কোষ কী?
উত্তর: কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক।
২। উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য হলো কোষপ্রাচীর।
৩। কোষপ্রাচীর কে প্রথম প্রত্যক্ষ করেন?
উত্তর: সর্বপ্রথম রবার্ট হুক ১৬৬৫ সালে কোষপ্রাচীর প্রত্যক্ষ করেন।
৪। কোন কোষে কোষপ্রাচীর নেই?
উত্তর: প্রাণিকোষে।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: জীবকোষকে দেহের জৈবনিক ক্রিয়ার একক বলা হয় কেন?
উত্তর: প্রতিটি জীবে যেসব শারীরবৃত্তীয় কর্মকাণ্ড ঘটে, সেগুলো ওই জীবের কোষের ভেতর সম্পন্ন হয়। জীবদেহের সমস্ত কর্মকাণ্ডের ভিত্তিই হলো কোষ। আর এ কারণেই জীবকোষকে দেহের জৈবনিক ক্রিয়ার একক বলা হয়।
প্রশ্ন: প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন?
উত্তর: প্রোটোপ্লাজম হলো বিভিন্ন যৌগের মিশ্রণে গঠিত জেলির ন্যায় একটি স্বচ্ছ, আঠালো, বর্ণহীন, অর্ধতরল, জটিল সজীব পদার্থ। এতে জীবনের সব গুণ বিদ্যমান। প্রোটোপ্লাজমের বহুবিধ পরিবর্তনের ফলেই জীবনের বৈশিষ্ট্যাবলি দেখা যায়। তাই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়।
অধ্যায়-৩
জ্ঞানমূলক প্রশ্ন:
১। কোষ বিভাজন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় কোনো একটি কোষ বিভক্ত হয়ে একাধিক কোষ সৃষ্টি করে, তাকে কোষ বিভাজন বলে।
২। মাইটোসিস কোথায় সংঘটিত হয়?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে থাকে।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: অ্যামাইটোসিস বিভাজন কীভাবে ঘটে?
উত্তর: অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটির নিউক্লীয় সামগ্রী প্রথমে সরাসরি দুই অংশে বিভক্ত হয় এবং পরে কোষটিও মধ্যভাগ বরাবর দুই ভাগে বিভক্ত হয়। ফলে একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি হয়।
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল