
করোনায় মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তনগুলোর একটি ঘরে থেকে অফিসের কাজ সম্পাদন। এতে বেশির ভাগ মিটিং অনলাইনেই সারতে হচ্ছে। শ্রেণিকক্ষও হয়েছে ভার্চ্যুয়াল।
জুমের মতো ভিডিও কনফারেন্সের সেবাগুলোই এখন ভরসা। এই সফটওয়্যারগুলোর বড় সুবিধা হলো, মিটিংগুলো রেকর্ড করে রাখা যায়। এতে প্রয়োজনে পরবর্তী সময়ে দেখে নেওয়ার সুযোগ থাকে।
আজ আমরা জুমে ভিডিও রেকর্ড করার নিয়ম দেখব। অন্য সফটওয়্যারগুলোর সুবিধাও পর্যায়ক্রমে জানানোর চেষ্টা থাকবে।
জুমে ফ্রি অ্যাকাউন্টে ভিডিও রেকর্ড করে তা সংরক্ষণ করে রাখতে হয় নিজের ডিভাইসেই, অনলাইনে রাখার সুযোগ নেই।
কেবল উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্স অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ সংস্করণে রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। তা-ও সর্বশেষ সংস্করণ ইনস্টল থাকতে হবে।
কম্পিউটারে জুমের সর্বশেষ সংস্করণ নামিয়ে ইনস্টল বা হালনাগাদ করে নিন। এরপর আপনার অ্যাকাউন্টে লগ-ইন করুন।
নতুন মিটিং শুরু করুন বা বিদ্যমান মিটিংয়ে যোগ দিন।
যোগ দেওয়ার পর ভিডিও কল স্ক্রিনের ওপরের বাঁ দিকে রেকর্ড করার বোতাম পাবেন। সেটিতে ক্লিক করলে ভিডিও রেকর্ড হওয়া শুরু হবে।
মিটিং শেষ হলে জুম স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি সেভ করবে।
কোনো কারণে রেকর্ডিং বন্ধ করতে চাইলে পর্দার নিচের দিকে পজ বা স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করুন। ফাইল সংরক্ষণের পর চাইলে নিজে দেখতে পারেন, আবার ই-মেইলে অন্য কারও কাছে পাঠাতেও পারেন।