Thank you for trying Sticky AMP!!

ঢাকায় এডব্লিউএস ডেভেলপারদের মিটআপ

আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ইউজার গ্রুপ বাংলাদেশ সদস্যদের মিটআপ। ছবি: সংগৃহীত।

দেশে স্টার্টআপ থেকে এন্টারপ্রাইজ সবার মধ্যে ক্লাউড প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটছে। ক্লাউড প্ল্যাটফর্মগুলোর গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে আমাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস বাংলাদেশ বাজারে নেতৃত্ব দিচ্ছে। বাড়ছে এ খাতের ডেভেলপারদের সংখ্যা। সম্প্রতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এডব্লিউএস ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এডব্লিউএস ডেভেলপারস মিটআপ ঢাকা’ শীর্ষক বিশেষ আয়োজন। এর উদ্যোক্তা ছিল এডব্লিউএসের স্থানীয় সহযোগী ‘ব্রেন স্টেশন ২৩ ’। 

ফেসবুক গ্রুপ ‘আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ইউজার গ্রুপ বাংলাদেশ’এর সহযোগিতায় ক্লাউড খাতের আগ্রহী, ফ্রিল্যান্সার ও ডেভেলপাররা এতে অংশ নেন। এ মিটআপে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সলিউশন আর্কিটেক্টের নাজাহ নাজী, বিকাশের মোজাম্মেল হক, আজকের ডিলের রনি মণ্ডল, ক্লাউড ক্রিয়েটিভের নাসীদ আলী ও স্টেশন ২৩ লিমিটেডের মিজানুর রহমান। এডব্লিউএস ইউজার গ্রুপের কমিউনিটি নেতা ফারজানা আফরিন বলেন, তাঁর নিয়মিত এ ধরনের আয়োজন করতে চান। বিজ্ঞপ্তি।