তারুণ্যনির্ভর বেসিসের নতুন কমিটি

শামীম আহসান
শামীম আহসান

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন কমিটি গতকাল সোমবার গঠন করা হয়েছে। শামীম আহসান টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১৪-১৬ মেয়াদের জন্য বেসিসের কার্যনির্বাহী পরিষদের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তম কুমার পাল। এ কমিটির বেশির ভাগ সদস্যই বয়সে তরুণ।
গত শনিবার নিজস্ব কার্যালয়ে বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল পরিচালনা পরিষদের নির্বাচিত নয়জন সদস্যের মধ্যে পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত মেয়াদের কমিটির পাঁচজন আছেন নতুন কমিটিতে। বাকি চারজন প্রথমবারের মতো নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন।
নতুন কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, যুগ্ম মহাসচিব মো. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ এবং পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরী ও আরিফুল হাসান। সামিরা জুবেরী দ্বিতীয় নারী সদস্য হিসেবে বেসিসের নির্বাহী কমিটিতে এলেন। এর আগে প্রথম নারী হিসেবে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন ফারহানা এ রহমান।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর শামীম আহসান বলেন, ২০১৮ সাল নাগাদ যে ওয়ান বাংলাদেশ রূপকল্প ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়নে নতুন কমিটি কাজ করে যাবে।