Thank you for trying Sticky AMP!!

দেশে নতুন স্মার্টফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এম৩১

দেশের বাজারে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এম৩১ আনল স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনটির ব‌্যাটারি ও দ্রুত গতির চার্জ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

স‌্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনটির ব‌্যটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। এতে দ্রুতগতিতে চার্জের জন্য টাইপ সি ক্যাটাগরির ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।

গ্যালাক্সি এম৩১ ডিভাইসের পেছনে রয়েছে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ আরও তিনটি ক্যামেরা।ডিভাইসটির সামনে ৩২ ক‌্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ৬ দশমিক ৪ ইঞ্চি ইনফিনিটি-ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম রয়েছে।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, 'তরুণদের মধ্যে গ্যালাক্সি এম সিরিজ অত্যন্ত জনপ্রিয়। এ সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এম৩১। ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী গ্যালাক্সি এম৩১- এ আনা হয়েছে নানা উদ্ভাবন। এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।'