Thank you for trying Sticky AMP!!

নারী উদ্যোক্তাদের জন্য মার্কেটপ্লেস

চালু হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত ই-কমার্স মার্কেটপ্লেস গৃহবধূ ডটকম। প্রতিষ্ঠানটির কর্ণধার সাহেদা তাজনিয়া বলেন, শুধু নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা নিয়ে তাদের ই-কমার্স প্ল্যাটফর্মটি কাজ করবে। তবে নারী কিংবা পুরুষ যে কেউ গৃহবধূ থেকে পণ্য কিনতে পারবেন। উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে নিতেই প্ল্যাটফর্মটি চালু করেছেন তিনি।

গৃহবধূ মার্কেটপ্লেসে শুধু নারী বিক্রেতারা মার্চেন্ট হিসেবে নিবন্ধন করতে পারবেন। দেশের যেকোনো প্রান্ত থেকে গৃহবধূর মার্চেন্টরা নিজেদের পণ্য নিজেরাই ওয়েবসাইটে সহজে আপলোড করতে পারবেন। নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিষ্ঠানের নামেই এখানে পণ্য বিক্রি করতে পারবেন।

গৃহবধূর পণ্য বা সেবা দেশে কিংবা বিদেশ থেকেও সবাই ফরমাশ জানাতে পারবেন। এতে লাইফস্টাইল ও প্রাত্যহিক জীবনযাত্রার রকমারি পণ্য ও সেবা থাকছে। আগামী ২ নভেম্বর grihobodhu.com ঠিকানার মার্কেটপ্লেসটি উদ্বোধন করা হবে। বিজ্ঞপ্তি