Thank you for trying Sticky AMP!!

ফেসবুকে আসছে নতুন টুল

ফেসবুক নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে, যার মাধ্যমে নির্দিষ্ট বাক্য বা শব্দকে টাইমলাইনে দেখানো বন্ধ করা যাবে। অনলাইনে হয়রানি বা পীড়ন ঠেকাতে ফেসবুক এ উদ্যোগ নিয়েছে। ফেসবুক ডেভেলপারদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা শিগগিরই তাঁদের টাইমলাইনে বাজে শব্দ ব্যবহার করে মন্তব্য করা ঠেকাতে পারবেন। এতে ওই শব্দ, বাক্যাংশ বা ইমোজি টাইমলাইনে পোস্ট করা যাবে না।

ডেভেলপাররা জেন ওং টুইটারে এক পোস্টে বলেছেন, ফেসবুকের নতুন ফিচার ব্যবহার করে নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ, ইমোজি নির্বাচন করে দেওয়া যাবে। ফিচারটি এখনো তৈরির কাজ করছেন ডেভেলপাররা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের এক খবরে বলা হয়, যখন কোনো ব্যবহারকারী তাঁর টাইমলাইনে কোনো শব্দ বাতিল করবেন, তখন তিনি আর তা দেখবেন না। কিন্তু পোস্টকারী বা তার বন্ধুরা এটা দেখতে পাবেন। একে মন্তব্য ফিল্টার করার টুল বলা হচ্ছে। ইনস্টাগ্রামে এ ধরনের টুল রয়েছে। টুইটারেও মিউটেড ওয়ার্ড নামে এ ধরনের ফিচার রয়েছে। ফিচারটি কবে নাগাদ চালু হবে, তা এখনো জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।