টিপস

বাফার ছাড়াই সরাসরি ভিডিও

ওয়েবে ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় সাইটগুলোতে সরাসরি ভিডিও দেখার ব্যবস্থা আছে। অনেক সময় ধীরগতির ইন্টারনেট সংযোগের জন্য সরাসরি ভিডিও দেখতে ঘন ঘন ‘বাফারিং’ হয় এবং সেটি দেখতে সময় বেশি লাগে। গ্রিস মাঙ্কি নামের একটি ছোট্ট প্রোগ্রাম (অ্যাড-অন) মজিলা ফায়ারফক্সে যোগ করে নিলে সরাসরি যেকোনো সাইটের ভিডিও বাফারিং ছাড়াই দ্রুত দেখা যাবে। অ্যাড-অনটি নামিয়ে নেওয়া যাবে https://addons.mozilla.org/en-US/firefox/addon/greasemonkey ঠিকানার ওয়েবসাইট থেকে।

—মো. রাকিবুল হাসান