Thank you for trying Sticky AMP!!

বাড়তে পারে ডটকম ডোমেইনের দাম

ডটকম

ইন্টারনেটে বর্তমানে ৩৫ কোটির মতো ডোমেইন রয়েছে, যার মধ্যে শীর্ষে ডটকম ও ডটনেট। নতুন চুক্তি অনুযায়ী, মার্কিন প্রতিষ্ঠান ভেরি সাইন চাইলে ডটকম ডোমেইনের দাম বাড়াতে এবং অন্যান্য ডোমেইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান সে বাড়তি দাম গ্রাহকের ওপর চাপাতে পারবে।

এখানে জেনে রাখা ভালো, ইন্টারনেট করপোরেশন আর অ্যাপ্লাইড নেমে অ্যান্ড নার্ভাস (আইমান) নামের অলাভজনক সংস্থা সব ধরনের ডোমেইন নাম নিয়ন্ত্রণ করে। আর ডটকম ডোমেইন নিবন্ধনের মূল দায়িত্বে আছে ভেরি সাইন।

প্রতিষ্ঠানটি আবার নিমজ্জিত বা গোড়ালির মতো প্রতিষ্ঠানের কাছে পাইকারি দরে ডোমেইন নিবন্ধনের স্বত্ব বিক্রি করে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে এমনটা হচ্ছে। তথ্যসূত্র: ম্যাশেবল