Thank you for trying Sticky AMP!!

বিদ্যুচ্চালিত উড়ন্ত যান বানাবে বোয়িং

বিদ্যুচ্চালিত উড়ন্ত যান তৈরির পরিকল্পনা করছে মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং করপোরেশন। এরই মধ্যে ভক্সওয়াগনের স্পোর্টস কার নির্মাতা পোরশের সহযোগিতায় একটি মডেল উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে জানায় তারা। যানটি শহরাঞ্চলের পরিবহনব্যবস্থায় কাজে লাগানো হবে।

এদিকে বোয়িংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এয়ারবাসসহ অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে চলছে প্রতিযোগিতা। কে কার আগে নিজেদের উড়ুক্কু গাড়ি বাজারে আনবে, লড়াই তা নিয়েই।

চলতি বছরের শুরুর দিকে একটি উড়ুক্কু গাড়ির নমুনা নিয়ে পরীক্ষা চালায় বোয়িং। এটি ২ থেকে ৪ জন যাত্রীসহ ৫০ মাইল অতিক্রম করতে পারে।

পরীক্ষার কয়েক মাসের মধ্যে এয়ারবাসও একধরনের স্বাধীন যানের নমুনা প্রদর্শন করে। ভক্সওয়াগনের প্রিমিয়াম ব্র্যান্ড অডির সঙ্গে যৌথভাবে তৈরি করা যানটি একই সঙ্গে হাওয়ায় ও মাটিতে চালানো যায়। সূত্র: রয়টার্স