Thank you for trying Sticky AMP!!

বৈশ্বিক পিসির বাজারে শীর্ষে লেনোভো

পিসি শিপমেন্টে শীর্ষে লেনোভো।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক পিসির বাজারে শীর্ষস্থানে রয়েছে লেনোভো। ব্যক্তিগত কম্পিউটার বা পিসির বাজারের ২২ দশমিক ৫ শতাংশ দখলে রেখেছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গার্টনারের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে প্রথম প্রান্তিকের চেয়ে লেনোভো পিসি শিপমেন্ট ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। তারপরও বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে চীনা প্রতিষ্ঠানটি। লেনোভোর প্রবৃদ্ধির মূলে রয়েছে ফুজিৎসুর সঙ্গে তাদের কৌশলগত পরিকল্পনার বিষয়টি। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও জাপানে লেনোভো পিসির প্রবৃদ্ধি হয়েছে। ওই অঞ্চলগুলোতে ফুজিৎসুর জনপ্রিয়তা বেশি। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গার্টনারের জ্যেষ্ঠ প্রধান বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া বলেন, ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে পিসির বাজার ঘুরে দাঁড়াতে দেখা যায়। তবে সিপিইউ সংকটের কারণে সব পিসি নির্মাতাকে বিপদে পড়তে হয়েছে।

গার্টনারের তথ্য অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে লেনোভো, এইচপি ও ডেল মিলে পিসির বাজারের ৬১ দশমিক ৫ শতাংশ দখল করেছে, যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৫৬ দশমিক ৯ শতাংশ।

বিশ্লেষক কিটাগাওয়া বলেন, গ্রাহক চাহিদার স্বল্পতার পাশাপাশি বাজারে পণ্য সরবরাহের ক্ষেত্রেও স্বল্পতার কারণে পিসির বাজার বাধাগ্রস্ত হয়েছে। তবে এ বছর ক্রোমবুকের শিপমেন্ট বেড়ে গেছে। ক্রোমবুকের শিপমেন্ট বাড়তে থাকলেও মোট পিসির বাজার সাড়ে ৩ শতাংশ কমতে দেখা যায়।

গার্টনারের তথ্য অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে এইচপির ক্ষেত্রে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ পিসি শিপমেন্ট বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে টানা ৫ বারের মতো পিসি শিপমেন্ট বেড়েছে ডেলের। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে দুটি ব্র্যান্ডের চাহিদা বাড়ছে। তবে উত্তর আমেরিকা ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডেলের শিপমেন্ট কমেছে।