Thank you for trying Sticky AMP!!

বোস ব্র্যান্ডের পণ্য এখন দেশে

বোস ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এডিসন গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড বোস। গতকাল সোমবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এই ব্র্যান্ডের যাত্রা শুরু করার কথা ঘোষণা দেওয়া হয়। দেশে বোস ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কাজ করবে এডিসন গ্রুপ।

বিএসএইচ হাউসগার্ট জিএমবিএইচ ইউরোপের বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক এবং বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম। বিএসএইচের হোম অ্যাপ্লায়েন্সগুলো হচ্ছে স্টোভস, ওভেন, এক্সট্রাক্টর হুডস, ডিশ ওয়াশার, ওয়াশার, ড্রায়ার্স, ফ্রিজ, ভ্যাকুয়াম ক্লিনার, কফি মেশিন, ইলেকট্রিক কেটলিসহ অনেক ধরনের পণ্য।

বিএসএইচ হোম অ্যাপ্লায়েন্সের এফজেডই প্রধান নির্বাহী টমাস অ্যালোনসোর উপস্থিতিতে এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। এ সময় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, পরিচালক জাফরুল খান এবং বিএসএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টমাস অ্যালোনসো বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য প্রচুর সুযোগ-সুবিধা প্রদান করে। জার্মান ব্র্যান্ডগুলোর বাংলাদেশের বাজার পছন্দের। বোস বাংলাদেশে প্রিমিয়াম ক্যাটাগরির হোম অ্যাপ্লায়েন্স আনতে আগ্রহী।

আমিনুর রশীদ জানান, এডিসন গ্রুপ বাংলাদেশে জার্মান প্রযুক্তির পণ্য বিপণন করবে। এর মান, স্থায়িত্ব ও কার্যক্ষমতা বেশি। বোসের বিক্রয়োত্তর সেবা এডিসন গ্রুপের মাধ্যমে দেওয়া হবে।