Thank you for trying Sticky AMP!!

মেসেঞ্জারে ইনস্ট্যান্ট ভিডিও যুক্ত করার সুবিধা

ফেসবুকে ইনস্ট্যান্টে ভিডিও ফিচার। ছবি: ফেসবুকের সৌজন্যে।

লিখিত বার্তার পাশাপাশি আরও বেশি যোগাযোগের সুযোগ তৈরি করে দিচ্ছে ফেসবুক। বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ মেতে রয়েছে ভিডিও নিয়ে। গতকাল বৃহস্পতিবার মেসেঞ্জার প্ল্যাটফর্মে ইনস্ট্যান্ট ভিডিও ফিচার চালু করার কথা জানিয়েছে ফেসবুক।
বর্তমানে মেসেঞ্জারে ভিডিও কলিং ফিচারটি চালু রয়েছে। তবে ইনস্ট্যান্ট ভিডিও ফিচারটির মাধ্যমে দ্রুত ভিডিও বার্তার মাধ্যমে টেক্সট বা লিখিত বার্তার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

আইওএস ও অ্যান্ড্রয়েডে মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণে চ্যাটিংয়ের সময় সহজে ভিডিও আইকনে ক্লিক করে ভিডিও যুক্ত করা যাবে। এতে স্মার্টফোন ক্যামেরা চালু হয়ে লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ দেবে। স্পিকার আইকনে ক্লিক করে অডিও যুক্ত করা যাবে। ফোনের সামনের বা পেছনের উভয় ক্যামেরা ব্যবহার করেই এ সুবিধা নেওয়া যাবে। এই ভিডিও দেখার সময় টেক্সট আলাপচারিতা ছেড়ে বেরোতে হয় না। এটি ডান দিকের কোনের দিকে চলতে থাক। অর্থাৎ, একই সঙ্গে চ্যাটিং ও ভিডিও দেখা যায়। তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস