
নতুন একটা সিনেমা বা সিরিয়াল দেখবেন বলে ঠিক করেছেন। আপনার পরিচিত কেউ একজন যদি সেই সিনেমা বা সিরিয়ালের কাহিনি আগেই ফাঁস করে দেয়, তাহলে সেটাই হলো ‘স্পয়লার’।
এই স্পয়লার পেলে আপনি নিশ্চয়ই খুশি হবেন না। কিন্তু কিছু কিছু বিষয় আছে, যেসবের স্পয়লার পেলে আপনি বরং খুশিই হবেন!
চাকরির ইন্টারভিউয়ের স্পয়লার
একটা চাকরি খুব দরকার আপনার। ইন্টারভিউ দিয়ে এসেছেন, রেজাল্ট বেরোবে সামনে। ইন্টারভিউ দিয়েছেন মোটামুটি, এ–যাত্রায় চাকরিটা হলেও হতে পারে। আবার না হলেও কিছু বলার নেই। ওদিকে প্রেমিকা আপনার চাকরির আশায় বসে আছে। টেনশনে আপনার রাতে ঘুম হয় না, দিনে জেগে থাকলেও টেনশন! ঠিক তখন যদি আপনাকে কেউ স্পয়লার দেয়, মানে আগেই বলে দেয় চাকরিটা
হলো কি হলো না, তখন নিশ্চয়ই রাগ করবেন না?
প্রেমের প্রস্তাবের স্পয়লার
ধরুন, একজনকে খুব পছন্দ করেন। কিন্তু তাকে মনের কথা খুলে বলতে পারছেন না। কারণ, মনের কথা বলার পর সে রাজি হবে কি হবে না, তা আপনি জানেন না। সম্ভাবনা যাকে বলে ফিফটি-ফিফটি। এমন সময় কেউ এসে যদি স্পয়লার দেয়, অর্থাৎ কাঙ্ক্ষিত মানুষটির মনের কথা জানিয়ে দেয়, তখন নিশ্চয়ই লোকটাকে মারতে যাবেন না?
বাংলাদেশের খেলার স্পয়লার
বাংলাদেশের খেলা চলছে। শেষ ওভার, দরকার ১১ রান। ক্রিজে আছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। আপনার হাতে যত নখ ছিল তার একটাও অবশিষ্ট নেই। সব খেয়ে ফেলেছেন টেনশনের চোটে। আর কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকলে মাথার চুলও থাকবে না। জিতুক–হারুক পরের কথা, এমন টেনশনে থাকলে যেকোনো সময় আপনার হার্ট রাগ করে কাজকর্মে ইস্তফা দিতে পারে! এমন সময় কেউ এসে যদি আপনাকে স্পয়লার দিয়ে জানিয়ে দেয় যে খেলার ফল কী হবে, আপনি কি স্বস্তি পাবেন না? (এসব ক্ষেত্রে স্পয়লার মানেই কিন্তু ম্যাচ ফিক্সিং! অতএব সাবধান!)
পরীক্ষার প্রশ্নের স্পয়লার
এটা অবশ্য চর্চিত বিষয়। গত কয়েক বছরে এসএসসি, এইচএসসি, বিসিএস থেকে শুরু করে রাজমিস্ত্রির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র স্পয়লাররা ‘আউট’ করে দিয়েছে সাফল্যের সঙ্গে। সেই সুবিধা ভোগ করে অনেক শিক্ষার্থীই আজ আলোকিত! সিনেমা বা সিরিয়ালের স্পয়লার দিয়ে পয়সা কামানোর সুযোগ নেই, কিন্তু এই প্রশ্নের স্পয়লার দিয়ে আঙুল ফুলে বটগাছ হয়েছে অনেকেই। তবে এটা তো ঠিক, পরীক্ষার ঠিক আগের রাতে কেউ এসে যদি প্রশ্নের স্পয়লার দিয়ে যায়, আপনি নিশ্চয়ই মুখ গোমড়া করে রাখবেন না?