রাত জেগে ভোরে গাড়িচালনা নয়

রাত জেগে অভ্যস্ত মানুষদের সকালবেলা ব্যস্ত সড়কে গাড়ি চালানো উচিত নয়। কারণ, তাঁদের দেহঘড়ি খুব সকালে ঠিকমতো সাড়া দেয় না। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি অ্যাকসিডেন্ট অ্যানালাইসিস অ্যান্ড প্রিভেনশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা রাতজাগা ২৫ ব্যক্তির ওপর জরিপ চালান, যাঁদের সকালেও কাজ করতে হয়। এতে দেখা যায়, রাত জেগে কাজ করে দিনে ঘুমাতে অভ্যস্ত মানুষদের গাড়ি চালনার সামর্থ্য অনেকটা অনিশ্চিত ধরনের হয়ে থাকে। রাত আটটার তুলনায় সকাল আটটায় গাড়ির ওপর তাঁদের নিয়ন্ত্রণ তুলনামূলক কম থাকে। কিন্তু রাতে তাঁরা বেশি সতর্কভাবে গাড়ি চালাতে পারেন। অন্যদিকে, স্বাভাবিক ঘুমে অভ্যস্ত মানুষ সাধারণত সকালে বেশি কর্মক্ষম থাকেন। টেলিগ্রাফ।