Thank you for trying Sticky AMP!!

লকডাউনে টিকটকের ১০০ কোটি ডাউনলোডের মাইলফলক

টিকটক। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের লকডাউন পরিস্থিতির মধ্যেও মানুষ বিনোদন খুঁজছে। ইতিমধ্যে সোশ্যাল ও ভিডিও স্ট্রিমিং অ্যাপের ব্যবহার বাড়তে দেখা গেছে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যবহারও বাড়তে দেখা গেছে। গুগলের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ ইনস্টলের সংখ্যা ১০০ কোটির মাইলফলক পেরিয়ে গেছে। এ সংখ্যা বাড়ার সঙ্গে এখন অনেকের ঘরে বসে সময় কাটানো এবং বিনোদনের ভিন্ন উপায় সন্ধানের বিষয়টি যুক্ত থাকতে পারে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এ সময়ে টিকটকের ব্যবহার বেড়ে যাওয়া আশ্চর্যের কিছু নয়। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোর ও প্লে স্টোরে সবচেয়ে ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার শীর্ষে ছিল টিকটক।

টিকটকের জনপ্রিয়তা দেখে এর প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও বাড়ছে। টিকটককে টেক্কা দিতে নতুন সেবা আনতে যাচ্ছে গুগলের ভিডিও স্ট্রিমিং অ্যাপ ইউটিউব। গুগলের নতুন এ সেবার নাম হবে ‘শর্টস’।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শর্টস তৈরির পরিকল্পনা করেছে গুগলের ইউটিউব।