Thank you for trying Sticky AMP!!

লেখার মাধ্যমে স্নায়ুরোগ শনাক্ত

স্মৃতিভ্রংশ বা আলঝেইমারসহ স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য মার্কিন গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষ যন্ত্র। এটি একজন ব্যক্তি লেখার সময় তাঁর হাতের মাংসপেশির নড়াচড়া থেকে সংকেত নিয়ে স্নায়ুরোগের মাত্রা নির্ণয় করতে পারবে। এ জন্য নির্দিষ্ট ব্যক্তিকে একটি বিশেষ দস্তানা বা গ্লাভস পরে ট্যাবলেট কম্পিউটারের পর্দায় অথবা কলম হাতে নিয়ে লিখতে হবে। এতে যুক্ত ইলেকট্রোমায়োগ্রাফি সংবেদীর সাহায্যে মাংসপেশি ও স্নায়ুর নিয়ন্ত্রণব্যবস্থা যাচাই ও বিশ্লেষণ করে ওই ব্যক্তির স্নায়ুরোগ আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত করতে পারবে। যুক্তরাষ্ট্রের চিকিৎসা-প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নারকানেকটের এই গবেষণায় নেতৃত্ব দেন মাইকেল লিন্ডারম্যান নামের একজন বিজ্ঞানী। লাইভসায়েন্স।