Thank you for trying Sticky AMP!!

সাহায্যপ্রার্থী পিতার কাছে ক্ষমা চাইল ফেসবুক

ফেসবুক

দুই মাস বয়সী অসুস্থ শিশু হাডসন বন্ডের হৃদপিন্ড প্রতিস্থাপান করতে হবে। এ জন্য প্রয়োজন ৭৫ হাজার ডলার। তার পিতার কাছে এত টাকা নেই। তিনি শরনাপন্ন হয়েছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের । টাকা চেয়ে বন্ডের ছবিসহ ফেসবুকে দিলেন একটি বিজ্ঞাপন। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ প্রথমে এ আবেদন প্রত্যাখান করলেন। তবে বন্ডের জন্য আশার কথা হলো পরে এ জন্য ক্ষমা চেয়ে ফেসবুক বিজ্ঞাপনের অনুমতি দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খববে বলা হয়, হাডসন বন্ড কার্ডিও মাইওপেথি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।

কিন্তু ফেসবুকের তরফ থেকে জানানো হয় এইরুপ অসুস্থতার ছবি, দুঘটনায় আক্রান্ত ব্যক্তির ছবি প্রকাশ করা বা বিজ্ঞাপন প্রদান করা মানুষের মাঝে বিরুপ মানসিকতার সৃষ্টি করে। কিন্তু ফেসবুক পরবর্তিতে এই ব্যাপারে ক্ষমা চেয়ে এক বিবৃ‌র্তিতে হাডসনের ছবিটি মানবিক কারণে রাখার ঘোষণা দেয়।

হাডসনের চিকিৎসার জন্যে চওয়া সাহার্য্যর বিজ্ঞাপনটি বিশেষভাবে প্রচার করবে ফেসবুক। ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে হাডসনের পরিবার ৩০ হাজার মার্কিন ডলার তুলছে।