Thank you for trying Sticky AMP!!

স্কাইপে ৭০ শতাংশ ভিডিও কল বেড়েছে

স্কাইপ ব্যবহার বেড়েছে। ছবি: মাইক্রোসফটের সৌজন্যে

করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখন লকডাউনে আছে। এ পরিস্থিতিতে যোগাযোগের জন্য অনলাইনের ওপর আস্থা রাখছেন অনেকে। মাইক্রোসফট করপোরেশনের তথ্য অনুযায়ী, স্কাইপ সফটওয়্যারে ভিডিও কলের হার ব্যাপক বেড়েছে। মানুষ এখন ঘরে বসে কাজ করছেন। তাই স্কাইপের সাহায্য নিয়ে অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন অনেকেই।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহে আগের মাসের তুলনায় স্কাইপে ৭০ শতাংশ ভিডিও কল বেড়েছে। করোনাভাইরাস মহামারিতে মানুষ ঘরে থেকে কাজ করায় ভিডিও কল বাড়তে দেখা গেছে।

স্কাইপের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, বর্তমানে চার কোটি মানুষ স্কাইপ ব্যবহার করছেন। করোনা মহামারিতে এক মাস আগের তুলনায় মার্চে স্কাইপ থেকে স্কাইপে কলিং মিনিট ২২০ শতাংশ বেড়েছে।

এর আগে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মেসেঞ্জারে গ্রুপ ভিডিও কল গ্রাহক বেড়েছে ৭০ শতাংশ। ফেসবুক ও ইনস্টাগ্রাম লাইভের বদলে গ্রুপ ভিডিও কলে আগের চেয়ে বেশি সময় ব্যয় করছে মানুষ। একইভাবে এক বছর আগের চেয়ে হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। যেসব অঞ্চল করোনাভাইরাসে বেশি আক্রান্ত হয়েছে, সে অঞ্চলগুলোয় কলের সংখ্যা বেড়েছে।