
তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস (এমসিসি লি) স্টার্টআপদের জন্য তাদের জনপ্রিয় একটি কারিগরি সেবা বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে। ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্ষুদ্র উদ্যোক্তা, স্টার্ট-আপদের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে ওয়েব টু অ্যাপ অ্যাপ্লিকেশন সেবাটি বিনা মূল্যে দেবে প্রতিষ্ঠানটি।
এমসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার বাড়ছে। অ্যাপ ভিত্তিক নানা সেবাও জনপ্রিয় হয়ে উঠেছে। তবে স্টার্টআপদের ক্ষেত্রে অ্যাপ তৈরি অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এ ক্ষেত্রে ওয়েব টু অ্যাপ অ্যাপ্লিকেশন সেবাটির মাধ্যমে অ্যাপ তৈরি করা যাবে। এ ছাড়া উদ্যোক্তার ব্যবসার প্রয়োজন অনুযায়ী অ্যাপ কাস্টমাইজড করা, ইনস্টলেশন ও গুগল প্লে স্টোরে উন্মুক্ত করতে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কারিগরি প্রধান মাইনুল ইসলাম বলেন, ‘দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) শ্রেণির বিকাশে অনেকেই সৃজনশীল উদ্যোগ নিয়ে নিজের স্টার্ট আপে যুক্ত হচ্ছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে সেবার ঘোষণা দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে https://mcc.com.bd/products/11th-anniversary-offer/নিবন্ধন করতে হবে।