Thank you for trying Sticky AMP!!

স্মার্ট জ্যাকেট

সাইকেল আরোহীদের জন্য মেক্সিকোর দুই উদ্ভাবক একটি ‘বুদ্ধিমান’ জ্যাকেট তৈরি করেছেন। এটি গায়ে দিলে মোটরগাড়ি ও সাইকেলের মধ্যে সংঘর্ষ এড়ানো যাবে বলে দাবি করা হচ্ছে। ‘সেফ রাইড’ নামের জ্যাকেটটির পেছনে তিনটি অংশে যুক্ত রয়েছে এলইডি প্রযুক্তি। আলো ও শব্দের সমন্বয়ে সংকেত-ব্যবস্থার সাহায্যে এটি জরুরি প্রয়োজনে সাহায্য চাইতে পারে। জ্যাকেটের মাঝখানে সব সময় একটি বাতি জ্বলে এবং দুই পাশে দুটি বাতি ঠিক মোটরগাড়ির সাংকেতিক আলোর মতো রাস্তার অন্য যানবাহনকে নিজের উপস্থিতি জানাতে পারে। ডান ও বাঁ হাত নাড়িয়ে সাইকেল আরোহী ওই সংকেত নিয়ন্ত্রণ করতে পারেন। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির দুই গবেষক দামিয়ান রিয়াল ও রিবার্তো রিভাসের তৈরি সেফ রাইডের সম্ভাব্য দাম পড়বে প্রায় ৬০ মার্কিন ডলার।
রয়টার্স।