Thank you for trying Sticky AMP!!

'হি ফর শি' আন্দোলনে বিক্রয় ডটকম

কর্মক্ষেত্রে ৪০ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করার আন্দোলনে অংশ নিচ্ছে বিক্রয় ডটকম।

কর্মক্ষেত্রে ৪০ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করার আন্দোলন ‘হি ফর শি’তে অংশ নিচ্ছে বাংলাদেশে অনলাইনে পণ্য কেনা বেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম।

ইউনাইটেড নেশনস এনটিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব ওম্যান বা ইউএন ওম্যান বিশ্বব্যাপী লিঙ্গবৈষম্য প্রতিষ্ঠা, নারী অধিকার অর্জনে মনোভাব পরিবর্তনে ২০১১ সাল থেকে ‘হি ফর শি’ কর্মসূচি পরিচালনা করছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইউএন উইমেনের নির্বাহী পরিচালক পামঝাইল মামবো এনজিকুকা এবং জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত অভিনেত্রী এমা ওয়াটসন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সামাজিক আন্দোলনের উদ্বোধন করেন।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে ২০১৬ সালের মধ্যে প্রতিষ্ঠানে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী কর্মী উপস্থিতি নিশ্চিত করতে কাজ করবে তারা।
উদ্যোগ প্রসঙ্গে ইউএন উইমেনের কান্ট্রি প্রতিনিধি ক্রিসটিনা হান্টার বলেন, ‘নারী কর্মী নিয়োগ বৃদ্ধি, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সকল কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগটি উৎসাহব্যঞ্জক। নারীর প্রতি বৈষম্য দূরীকরণে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও পুরুষদের উৎসাহিত করতে ইউএন উইমেনের সঙ্গে বিক্রয় ডটকমকে স্বাগত জানাচ্ছি।’
বিক্রয় ডটকমের বিপণন পরিচালক মিশা আলী বলেন, ‘অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমকে নারী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের এ উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানকে এ ধরনের উদ্যোগ নিতে উত্সাহী করবে।’