
তাৎক্ষণিক বার্তা আদান–প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ছবি পাঠানোর সময় গ্রুপ ছবি দিলে অনেক সময়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কারণ, এর ফলে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য অন্যের কাছে প্রকাশিত হয়ে যায়। এ সমস্যা সমাধানে ইমেজ ব্লার টুল চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। টুলটি কাজে লাগিয়ে ছবির নির্দিষ্ট অংশ বা পেছনের পটভূমি ঝাপসা করে বিনিময় করা যাবে। এরই মধ্যে ডেস্কটপ সংস্করণের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই এ সুবিধা সব ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। সূত্র: এনডিটিভি
বইয়ের পাতা স্ক্যান করা বেশ ঝামেলার। মোটা বই হলে তো কথাই নেই, স্ক্যান করার সময় নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। সমস্যার সমাধান দেবে সিজেডইউআর ফেন্সি প্রো স্ক্যানার। লম্বা স্ট্যান্ডের আদলে তৈরি স্ক্যানারটি বিশেষ প্রযুক্তির ক্যামেরার সাহায্যে দ্রুত ছবি স্ক্যান করতে পারে। ফলে স্ট্যান্ডের নিচে বই রেখে পাতা ওলটালেই স্বয়ংক্রিয়ভাবে সেগুলো স্ক্যান হয়ে যায়। স্ক্যান করা ছবি জেপিজি, পিডিএফ ও টিফ ফরম্যাটে থাকায় ডেটা কেব্লের মাধ্যমে সরাসরি ল্যাপটপে ব্যবহার করা সম্ভব। সিএমওএস সেন্সরযুক্ত এ স্ক্যানার দেড় সেকেন্ডে একটি পৃষ্ঠা স্ক্যান করতে পারে। স্ক্যানারটিতে থাকা ক্যামেরা চাইলে ওয়েবক্যাম হিসেবেও ব্যবহার করা সম্ভব। দাম ১৪৯ ডলার। সূত্র: ফোর্বস
মুঠোফোনের সংযোগ ছাড়াই গান শোনাতে পারে মেমোরিযুক্ত এই হেডফোন। ব্লুটুথ সংযোগ কাজে লাগিয়ে গান শোনার পাশাপাশি হেডফোনটিতে এমপিথ্রি ও এমফোরএ ফরম্যাটের গান রাখা যায়। এইচটুও অডিও টিআরআই মাল্টিস্পোর্ট ওয়াটার প্রুফ কনডাকশন নামের হেডফোনটি পানির ১২ ফুট নিচেও কাজ করে। দাম ৯৯ ডলার। সূত্র: জেডডিনেট