হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের ভয়েস নোটের গতি বাড়ানো যাবে কম্পিউটারে

মুঠোফোনের পর এবার কম্পিউটারেও ভয়েস নোটের গতি বাড়ানোর সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে বন্ধু বা পরিচিতদের পাঠানো ভয়েস নোটগুলো স্বাভাবিক গতির চেয়ে দ্রুত শোনা যাবে। ফলে ভয়েস নোটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানার সুযোগ মিলবে। এরই মধ্যে উইন্ডোজ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে বিনিময় করা ভয়েস নোটের পাশে স্পিড বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলে ভয়েস নোট দ্রুত চালানোর জন্য বেশ কিছু অপশন আসবে। স্বাভাবিক গতির ভয়েস নোটকে দ্রুত চালানোর জন্য ১.৫ এক্স বা ২ এক্স অপশন নির্বাচন করতে হবে।

বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে হোয়াটসঅ্যাপের ভয়েস নোটের গতি বাড়ানো যায়। মুঠোফোনের পাশাপাশি অনেকেই নিয়মিত কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আর তাই কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ভয়েস নোটের গতি বাড়ানোর সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কম্পিউটারে ভয়েস নোটের গতি বাড়ানোর সুযোগ শিগগিরই চালু হবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
সূত্র: এনডিটিভি, দ্য ভার্জ