Thank you for trying Sticky AMP!!

টিকটক ভিডিও

টিকটকে দেখা ভিডিওর ইতিহাস মুছে ফেলবেন যেভাবে

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটকে নতুন ভিডিও পোস্ট করার পাশাপাশি অন্যদের পোস্ট করা ভিডিও দেখেন অনেকে। আর তাই ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ভিডিও প্রদর্শনের জন্য তাঁদের দেখা ভিডিওর ইতিহাস সংরক্ষণ করে থাকে ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি। কিন্তু অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশের ভয়ে টিকটকে দেখা ভিডিওর ইতিহাস মুছে ফেলতে চান। চিন্তার কিছু নেই, চাইলেই টিকটকে দেখা ভিডিওর ইতিহাস জানার পাশাপাশি সেগুলো মুছে ফেলা যায়।

টিকটকে দেখা ভিডিওর ইতিহাস মুছে ফেলার জন্য প্রথমে টিকটক অ্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর প্রোফাইল পেজের ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ বাটন নির্বাচন করতে হবে। এবার স্ক্রল করে ‘কনটেন্ট অ্যান্ড ডিসপ্লে’ অপশনের নিচে থাকা ‘অ্যাকটিভিটি সেন্টার’ বাটন ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ‘ওয়াচ হিস্ট্রি’ নির্বাচন করলেই তারিখ অনুযায়ী টিকটকে দেখা সব ভিডিওর তালিকা দেখা যাবে। তালিকায় থাকা এক বা একাধিক ভিডিও ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলেই একটি পপআপ বক্স চালু হবে। সেখানে ডিলিট অপশনে ক্লিক করলেই ভিডিওগুলো মুছে যাবে।

Also Read: টিকটকে আপনার ভিডিও কারা দেখেছেন জানতে চান?