ইলন মাস্ক
ইলন মাস্ক

এআই শিক্ষক খুঁজছেন ইলন মাস্ক, বেতন কত

নিজের মালিকানাধীন এক্স এআইয়ে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘এআই টিউটর’ খুঁজছেন ইলন মাস্ক। যোগ্য শিক্ষক খুঁজে পেতে এরই মধ্যে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছেন তিনি। সেই বিজ্ঞাপনে বলা হয়েছে, এআই শিক্ষকের মূল কাজ হবে এক্স এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করা। অর্থাৎ বিভিন্ন তথ্য যুক্ত করে এক্স এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মডেলকে ব্যবহারকারীদের উপযোগী করে তুলতে হবে।

বিজ্ঞাপনের তথ্য মতে, এআই শিক্ষক কাজের ধরন অনুযায়ী প্রতি ঘণ্টায় ৩৫ থেকে সর্বোচ্চ ৬৫ মার্কিন ডলার বা ৪ হাজার ২০০ টাকা থেকে ৭ হাজার ৮০০ টাকা বেতন পাবেন (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)। রয়েছে চিকিৎসা ও বিমার সুবিধা। ঘরে বসে কাজ করার সুযোগ থাকলেও এআই শিক্ষককে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়মিত কাজ করতে হবে।

এআই শিক্ষকের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, খুব বেশি প্রযুক্তি জ্ঞান না থাকলেও লেখালেখি ও ইংরেজি ভাষায় দক্ষ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। বিভিন্ন উৎস থেকে প্রকৃত তথ্য খুঁজে বের করার মতো অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের। ফলে যাঁরা সাংবাদিকতা করেন বা গবেষণা কাজের সঙ্গে যুক্ত, তাঁরা অগ্রাধিকার পাবেন। অস্থায়ী এ কাজের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত।

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এক্সএআই প্রতিষ্ঠান চালু করেন ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানটি মহাবিশ্বের রহস্য জানতে বিভিন্ন কাজ করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে