Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ওয়েমোর তৈরি চালকবিহীন ট্যাক্সি ভাঙচুর করার পর আগুন দিয়েছে একদল ব্যক্তি

যুক্তরাষ্ট্রে চালকবিহীন গাড়িতে আগুন দিল ক্ষুব্ধ জনতা

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের চালকবিহীন গাড়ি। এসব ঘটনায় বেশ কয়েকজন পথচারী আহত হওয়ার কারণে চালকবিহীন গাড়ির বিষয়ে বেশ মতভেদ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এক পক্ষের ধারণা, চালকবিহীন গাড়ি মনুষ্যচালিত গাড়ি থেকে নিরাপদ। আরেক পক্ষ চালকবিহীন গাড়ির প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন ও আতঙ্কিত। এ মতভেদের কারণে সান ফ্রান্সিসকোয় অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো প্রতিষ্ঠানের তৈরি চালকবিহীন একটি ট্যাক্সি ভাঙচুর করার পর আগুন দিয়েছে একদল ব্যক্তি। গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় সান ফ্রান্সিসকোর ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাস্তার পাশে থাকা ওয়েমোর একটি চালকবিহীন গাড়ি ঘিরে প্রথমে একদল মানুষ ভিড় করে। এরপর তারা গাড়িটিতে বিভিন্ন ধরনে ছবি আঁকার পর জানালা ভেঙে দেয়। পরে গাড়ির ভেতরে আগুন লাগিয়ে দেয়। আগুনের কারণে গাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

Also Read: দুটি দুর্ঘটনার পর চালকহীন ক্রুজ গাড়ি নিয়ে তদন্ত শুরু

মাইকেল ভ্যান্ডি নামের এক প্রত্যক্ষদর্শী ওয়েমোর গাড়িতে আগুন দেওয়ার বেশ কয়েকটি ভিডিও এক্সে প্রকাশ করেছেন। সান ফ্রান্সিসকোর চায়না টাউনে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ভিডিওগুলোয় দেখা গেছে, লুনার বর্ষ উদ্‌যাপনের সময় একদল মানুষ ওয়েমোর চালকবিহীন গাড়িটি ঘিরে রেখেছে। এরপর গাড়িটির কাচ ভাঙচুর করার পর বিভিন্ন স্থানে আঘাত করে আগুন ধরিয়ে দেয় তরা। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নেভান।

পুলিশের বরাত দিয়ে দ্য লস অ্যাঞ্জেলস টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দেওয়ার সময় গাড়ির ভেতরে কোনো যাত্রী ছিল না। এ কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে ওয়েমোর মুখপাত্র স্যান্ডি কার্প জানিয়েছেন, এ ঘটনার পর স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করছে ওয়েমো।

ওয়েমোর চালকবিহীন গাড়িতে আগুন দেওয়ার কারণ সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চালকবিহীন গাড়ির কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কা ও উদ্বেগের কারণেই জনরোষের মুখে পড়েছে গাড়িটি। এর আগে সান ফ্রান্সিসকোয় পথচারীদের আঘাত করা হয়েছে—এমন দুটি অভিযোগ পাওয়ার পর জেনারেল মোটরসের চালকবিহীন গাড়ি ‘ক্রুজ’ নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন। এর জেরে নিজেদের তৈরি ৯৫০টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নেয় জেনারেল মোটরসের মালিকানাধীন ক্রুজ।

গত বছরের আগস্টে ওয়েমো ও ক্রুজ প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি দেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এর আগে শুধু রাতে ট্যাক্সি সার্ভিস হিসেবে এ প্রতিষ্ঠান দুটির গাড়ি চালানোর অনুমতি ছিল। ওয়েমোর দাবি, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় মনুষ্যচালিত গাড়ি থেকেও ওয়েমোর চালকবিহীন গাড়ি অনেক বেশি নিরাপদ।

সূত্র: বিজনেস ইনসাইডার