Thank you for trying Sticky AMP!!

এক্সপ্যান্ডার ক্রস মডেলের নতুন এসইউভি দেশে এসেছে

দেশে নতুন মডেলের এসইউভি আনল মিতসুবিশি

‘এক্সপ্যান্ডার ক্রস’ মডেলের নতুন এসইউভি দেশে এনেছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মিতসুবিশির শোরুমে নতুন মডেলের এসইউভি গাড়িটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে র‍্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামদুর রহমান বলেন, ‘মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস এসইউভি গাড়িও ক্রেতাদের পছন্দ হবে বলে আমরা আশাবাদী। অত্যাধুনিক প্রযুক্তির নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস দেশের অটোমোবাইল শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জানানো হয়, নতুন মডেলের এ গাড়িতে রয়েছে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন, শক্তিশালী সাসপেনশনসহ চার সিলিন্ডারের গ্যাসোলিন ইঞ্জিন (১.৫ লিটার)। দেড় হাজার সিসি ক্ষমতার এ গাড়িতে মিতসুবিশি ইনোভেটিভ ভালভ-টাইমিং ইলেকট্রনিক কন্ট্রোল (এমআইভিইসি) সিস্টেম ব্যবহার করা হয়েছে। ইন্দোনেশিয়ায় তৈরি এ গাড়ির দাম সাড়ে ৫১ লাখ টাকা। পাঁচটি ভিন্ন রঙে বাজারে আসা এ গাড়িতে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‍্যাংগস লিমিটেডের হেড অব প্রাইভেট সেলস আসিফ সরওয়ার খান ও হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন।