
প্রশ্ন: কম্পিউটারে লেখার সময় কি-বোর্ডের কোনো কি ঠিকমতো কাজ করে না। ফলে নির্দিষ্ট কি চাপলেও সঠিক অক্ষর লেখা যায় না। তবে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটারের বিভিন্ন কমান্ড ব্যবহার করা যায়।
ফয়সাল আহমেদ, রাজাসন, সাভার, ঢাকা
উত্তর: কি-বোর্ডের লে-আউট সেটিংসে ত্রুটি থাকায় এ সমস্যা হতে পারে। কি-বোর্ডে সাধারণত ইউএস লে–আউট ব্যবহার করা হয়। সমস্যা সমাধানে উইন্ডোজ সেটিংসের ল্যাঙ্গুয়েজ সেটআপ থেকে ইউএস লে-আউট নির্বাচন করতে হবে। এরপরও যদি কিগুলো এলোমেলো কাজ করে, তাহলে কি–বোর্ড পরিবর্তন করতে হবে।
উত্তর দিয়েছেন—মেহেদী হাসান, কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী