Thank you for trying Sticky AMP!!

ফেসবুক

ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অচল হয়েছিল কেন

গতকাল মঙ্গলবার রাত ৯টার পর হঠাৎই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যা দেখা দেয়। এমনকি যাঁরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন অবস্থায় ছিলেন, তাঁরাও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ব্যবহার করতে না পেরে অনেকেই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে রাত সাড়ে ১০টার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে পর্যায়ক্রমে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সচল হয়। সমস্যার সমাধান হলেও ঠিক কী কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অচল হয়েছিল, তা নিয়ে এখনো আলোচনা চলছে প্রযুক্তিবিশ্বে।

ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অচলের পরপরই প্রযুক্তিবিশ্বে গুজব রটে, সার্ভার ডাউনের জন্যই ব্যবহার করা যাচ্ছে না সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সচল হওয়ার পর মেটার যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্ডি স্টোন খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা সমস্যার সম্মুখীন হয়েছেন, তাঁদের সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হয়েছে। এ সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’ তবে তাঁর পোস্টে সমস্যার কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

Also Read: হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) শর্ত পূরণের জন্য বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিভিন্ন সেবায় পরিবর্তন আনার শেষ দিন ছিল গতকাল ৫ মার্চ। মেটাও এ নীতি মেনে নিজেদের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ কিছু পরিবর্তন আনতে কাজ করছে। এ প্রক্রিয়ার সঙ্গে হঠাৎ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অচলের সংযোগ থাকতে পারে। এ সমস্যার সঙ্গে সাইবার হামলার সম্পর্ক নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অচলের সঙ্গে এখন পর্যন্ত সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Also Read: ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে এখন যা যা করা যাবে না