
অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহার করতে রাজি না হওয়ায় তারকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলেছে টুইটার। অ্যাকাউন্ট থেকে নীল টিক মুছে ফেলার আগে ব্যবহারকারীদের সতর্ক করলেও বেশির ভাগ ব্যক্তিই অর্থ পরিশোধ করেননি। আর তাই টুইটারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পুরোনো নীল টিক ব্যবহারকারীদের মধ্যে ৫ শতাংশের কম অ্যাকাউন্টে বর্তমানে নীল টিক যুক্ত রয়েছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনাকারী সফটওয়্যারের নির্মাতা ট্রাভিস ব্রাউন।
এ বিষয়ে এক টুইটে জার্মানিতে বসবাসকারী ট্রাভিস ব্রাউন জানিয়েছেন, টুইটারে প্রায় ৪ লাখ ৭ হাজার অ্যাকাউন্টের পাশে আগে নীল টিক থাকলেও এ পর্যন্ত মাত্র সাড়ে ১৯ হাজার অ্যাকাউন্ট ব্যবহারকারী অর্থের বিনিময়ে পুনরায় নীল টিক যুক্ত করেছেন।
উল্লেখ্য, ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে থেকে যেসব অ্যাকাউন্টে নীল টিক রয়েছে, সেগুলো মুছে ফেলেছে টুইটার। তবে বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে পুনরায় নীল টিক যুক্তের সুযোগ দিচ্ছে খুদে ব্লগ লেখার সাইটটি।
কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। নতুন এ সিদ্ধান্তের ফলে নীল টিক ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে ৮ ডলার খরচ করতে হবে।
সূত্র: গ্যাজেটস নাউ