Thank you for trying Sticky AMP!!

আইওএস হালনাগাদের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী

আইওএস হালনাগাদের পর কি আইফোনের ব্যাটারি গরম হচ্ছে

নিরাপত্তার ত্রুটি দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করতে নিয়মিত অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে অ্যাপল। এরই ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে আইফোনের জন্য আইওএস ১৬.৪.১ সংস্করণ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। কিন্তু নতুন সংস্করণ ব্যবহারের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

বেশ কয়েকজন ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আইওএস ১৬.৪.১ সংস্করণ ব্যবহারের পর থেকে আইফোনের ব্যাটারি দ্রুত কমে যাচ্ছে। ফলে পুরো চার্জ করার পরও মাত্র কয়েক ঘণ্টা আইফোন ব্যবহার করা যাচ্ছে। শুধু তা-ই নয়, ব্যাটারি বেশি খরচ হওয়ায় গরম হয়ে যাচ্ছে আইফোন।

একজন ভুক্তভোগী দাবি করেছেন, মাত্র ৪৬ মিনিট ব্যবহার করায় আইফোনের ব্যাটারির চার্জ ২২ শতাংশ কমে গেছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা তুলে ধরে অপর এক ভুক্তভোগী জানিয়েছেন, মাত্র আধা ঘণ্টা আইফোন ব্যবহার করতে প্রায় ৩০ শতাংশ ব্যাটারির চার্জ খরচ হয়। তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল। অনেকের ধারণা, আইওএস ১৬.৪.১ সংস্করণের ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে।

অ্যাপলের তথ্যমতে, আইওএসের হালনাগাদ সংস্করণটিতে ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র ত্রুটি দূর করার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা আগের তুলনায় শক্তিশালী করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আগের তুলনায় নিরাপদে এবং স্বচ্ছন্দে আইফোন ব্যবহার করতে পারবেন।
সূত্র: ডেইলি মেইল