Thank you for trying Sticky AMP!!

ছবি বা ভিডিওতে নির্দিষ্ট কোনো কিছু সম্পর্কে আলাদা করে তথ্য পাওয়ার সুবিধা আনছে গুগল

তথ্য খোঁজার নতুন সুবিধা ‘সার্কেল টু সার্চ’ আনল গুগল

‘সার্কেল টু সার্চ’ নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন সুবিধা যুক্ত করছে গুগল। ফোনের যেকোনো আধেয় (কনটেন্ট) বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা, স্ক্রিবলিং বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। ফোনে ভিডিও দেখা, ছবি দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কোনো ছবি বা মেসেজে কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করা যাবে।

সুবিধাটি সম্পর্কে ধারণা দিতে উদাহরণও দিয়েছে গুগল। ধরা যাক, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখার সময় কারও চোখে থাকা চশমা সম্পর্কে জানা প্রয়োজন। তখন সেই চশমায় সার্কেলিং করলে নিচে চশমাটি সম্পর্কিত তথ্য গুগল সার্চের মাধ্যমে প্রদর্শিত হবে। সার্কেল টু সার্চ খুঁজে পেতে হোম বাটন বা নেভিগেশন বারে অনেক সময় ধরে চাপতে হবে। এরপর সার্কেল টু সার্চ চালু হয়ে যাবে।

তখন ভিডিও, ছবি বা লেখায় থাকা বিষয়ে ওপর সার্কেলিং, হাইলাইটিং, স্ক্রিবলিং বা ট্যাপ করতে হবে। এরপর সেই সম্পর্কিত তথ্য গুগল সার্চের পপআপের মাধ্যমে নিচে প্রদর্শিত হবে।

সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করা যাবে। সব ভাষা ও দেশেই এ সুবিধা ব্যবহার করা যাবে। ৩১ জানুয়ারি থেকে সুবিধাটি চালু হতে পারে। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও সুবিধাটি চালু হবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়ান এক্সপ্রেস