রোবোটিক আঙুলে ব্যবহার করা হয়েছে মানবসদৃশ ত্বক
রোবোটিক আঙুলে ব্যবহার করা হয়েছে মানবসদৃশ ত্বক

গ্যাজেটস

মানুষের মতো ত্বক হবে রোবটের

ত্বক বা চামড়া সাধারণত প্রাণীর শরীরেই দেখা যায়। প্রথমবারের মতো মানবসদৃশ ত্বক তৈরির দাবি করেছেন জাপানের গবেষকেরা। জীবিত কোষ ব্যবহার করে তৈরি এই ত্বক রোবোটিক আঙুলে বসিয়ে সফলও হয়েছেন তাঁরা। মানবসদৃশ এই ত্বক তৈরিতে মানুষের ত্বক গঠনের কৌশল ব্যবহার করা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত রোবটে কৃত্রিম ত্বক বা চামড়া ব্যবহার করা হয়। কিন্তু গবেষকেরা যে ত্বক তৈরি করেছেন, তা জীবিত কোষ দিয়ে তৈরি। গবেষণার প্রধান টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের মেকানিক্যাল অ্যান্ড বায়োফাংশনাল বিভাগের অধ্যাপক শোজি তাকিউচি বলেন, রোবটকে অনুভূতি বা জীবিত প্রাণীর মতো চেহারা ও স্পর্শ দেওয়ার চূড়ান্ত সমাধান হলো, এই জীবন্ত ত্বক। ত্বক তৈরির জন্য রোবোটিক আঙুলটি প্রথমে তন্তুযুক্ত প্রোটিন কোলাজেনের দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এরপর এতে এপিডার্মাল কেরাটিনোসাইট কোষ ব্যবহার করা হয়েছে, যা মূলত মানুষের ত্বকের বাইরের স্তর তৈরি করে থাকে। ত্বক যুক্তের পর মানুষের আঙুলের মতোই সাড়া দিয়েছে রোবোটিক আঙুলটি।

কেমব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক পুলকিত অগ্রওয়াল বলেন, আবিষ্কারটি গুরুত্বপূর্ণ। রোবটে মানবসদৃশ ত্বক ব্যবহার করা হলে, এটি সুনির্দিষ্ট কাজ নিখুঁতভাবে করতে পারবে। কিন্তু মানুষের মতো ত্বকের বিকাশের ক্ষেত্রে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ, ত্বক বিকশিত হতে থাকে।
বিষয়টি স্বীকার করে গবেষক তাকিউচি বলেন, তাঁদের তৈরি এ কৃত্রিম ত্বক টেকসই হতে হলে ক্রমাগত বিকশিত হয়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু এখনো এটি সেই সক্ষমতা অর্জন করতে পারেনি।