চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপো’তে দেখা মিলেছে একাধিক বুদ্ধিমান রোবটের। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত চলা এ প্রদর্শনীতে ফুটবল খেলার পাশাপাশি নানা ধরনের কাজ করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিল রোবটগুলো।
এএফপি
চেহারা মানুষের মতো হওয়ায় প্রথম দেখায় চেনার কোনো উপায় নেই যে এটি মানুষ না রোবট। মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথাও বলতে পারে রোবটটি।
বিজ্ঞাপন
ফরমাশ অনুযায়ী দ্রুত কফি বানিয়ে দিতে পারে রোবটটি।
বিজ্ঞাপন
মানুষের মতো ফুটবল খেলতে পারে রোবটটি। এমনকি কৌশলী শট খেলে প্রতিপক্ষের গোলপোস্টে গোলও দিতে পারে।মানুষের মতো সামনে থাকা ব্যক্তির সঙ্গে করমর্দন করতে পারে এই রোবট।মানুষের আদলে তৈরি রোবটটি হেঁটে-চলে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন কাজও করতে পারে।