জুতা পরিষ্কার ও মেরামতের রোবট
জুতা পরিষ্কার ও মেরামতের রোবট

গ্যাজেটস

জুতা পরিষ্কার ও মেরামতের রোবট

জুতায় থাকা ময়লা পরিষ্কার করতে পারে এ রোবট। প্রয়োজন হলে জুতার বিভিন্ন অংশ মেরামতও করে দেয়। এ জন্য কোনো অর্থও গুনতে হয় না। শুনতে অবাক লাগলেও এমনই এক রোবটের দেখা মিলেছে যুক্তরাজ্যের লন্ডন শহরের নাইক টাউনে।
বিখ্যাত জুতা নির্মাতা প্রতিষ্ঠান নাইকির তৈরি এ রোবটের পুরো নাম বট ইমিটাটেড লংজেভিটি ল্যাব বা বিআইএলএল।

জুতা পরিষ্কার ও মেরামতের রোবট

অগমেন্টেড প্রযুক্তিনির্ভর এ রোবট জুতা পরিষ্কারের সময় ত্রিমাত্রিক ছবির মাধ্যমে নিজেই জুতায় থাকা বিভিন্ন ভাঁজ শনাক্ত করে। এরপর পলিস্টার ব্যবহার করে ভাঁজগুলো মেরামত করে দেয়। ফলে পুরোনো জুতা নতুনের মতো দেখায়। একসঙ্গে সর্বোচ্চ ৪৫টি জুতা পরিষ্কার ও মেরামত করতে পারে রোবটটি।

জুতা পরিষ্কার ও মেরামতের রোবট

চাইলেই এ রোবট দিয়ে সব প্রতিষ্ঠানের তৈরি জুতা পরিষ্কার বা মেরামত করা যাবে না। কেবল নাইকির তৈরি এয়ার ফোর্স ওয়ানএস, এয়ার জর্ডান ওয়ানএস, স্পেস হিপি জিরোওয়ানএস এবং নাইকি ডানকস মডেলের জুতা পরিষ্কার বা মেরামত করতে পারে রোবটটি।
সূত্র: মেইল অনলাইন