
দেশের বাজারে হট ৬০ সিরিজের নতুন তিন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ‘হট ৬০ প্রো প্লাস’, ‘হট ৬০ প্রো’ও ‘হট ৬০আই’ মডেলের ফোনগুলোতে অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা রয়েছে। ফলে ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ধরন বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন চালু করতে পারে। এ ছাড়া এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল থাকায় সহজে ছবি সম্পাদনা করা যায় ফোনগুলোতে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হট ৬০ প্রো প্লাস মডেলের ফোনটিতে থ্রিডি বাঁকানো পর্দা রয়েছে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। হট ৬০ সিরিজের প্রতিটি মডেলেই রয়েছে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’। ফলে নির্দিষ্ট এআই কি–র মাধ্যমে দ্রুত বিভিন্ন সুবিধা ব্যবহার করা সম্ভব। ১.৫ কে অ্যামোলেড পর্দার ফোনগুলোর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোতে ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। শুধু তা–ই নয়, ৪৫ ওয়াটের ফাস্টচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনগুলো। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। মডেলভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে ফোনগুলোতে।
ফোনগুলোর পেছনে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা ও ভিডিও করা যায়। মডেল ও সংস্করণভেদে ফোনগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১৩ হাজার ৯৯৯ টাকা, ১৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ হাজার ৯৯৯ টাকা, ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা।