গোলরক্ষক রোবট
গোলরক্ষক রোবট

গ্যাজেটস

গোলরক্ষক রোবট

পুরোদস্তুর গোলরক্ষকের মতো চারপাশে ঝাঁপিয়ে পড়ে গোল ঠেকাতে পারে চার পায়ের এ রোবট। এমআইটির রোবোটিকস ল্যাবরেটরির তৈরি এ রোবটকে গোল ঠেকানোর প্রযুক্তি শিখিয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হাইব্রিড রোবোটিকস ল্যাব।

হাইব্রিড রোবোটিকস ল্যাবের গবেষকদের দাবি, সাধারণত একজন গোলরক্ষক গড়ে ৬৯ শতাংশ বল ঠেকাতে পারেন। কিন্তু গোলমুখে আসা ৮৭ দশমিক ৫ শতাংশ বলই ফিরিয়ে দিতে পারে রোবটটি। এতে মানুষের চেয়েও এ রোবটের গোল ঠেকানোর হার বেশি।

রোবটকে গোলরক্ষকের প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়েছে রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তি। মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এ প্রযুক্তি ব্যবহার করে গোলবারের দিকে আসা বলের অবস্থান ও গতি শনাক্ত করে ডানে–বাঁয়ে ঝাঁপিয়ে পড়ে রোবটটি। শুধু তা–ই নয়, পুনরায় বল ঠেকানোর জন্য দ্রুত আগের জায়গায় ফিরেও যায়।

হাঁটা ও দৌড়ানোর পাশাপাশি নির্দিষ্ট দিকে ঝাঁপিয়ে পড়তে সক্ষম আকারের ছোট এ রোবটের ওজন ২০ পাউন্ড। ক্যামেরা যুক্ত না থাকলেও অন্য ক্যামেরায় ধারণ করা ছবি ও অ্যালগরিদম বিশ্লেষণ করে নড়াচড়া করে এ রোবট।
সূত্র: মেইল অনলাইন