Thank you for trying Sticky AMP!!

এলজির তৈরি ‘স্ট্যান্ডবাইমি গো’ মডেলের টেলিভিশন

সুটকেসের মধ্যে টেলিভিশন

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে বেড়ানোর সময় বড় পর্দায় গান বা ভিডিও দেখার সুযোগ দেবে এলজির তৈরি ‘স্ট্যান্ডবাইমি গো’ মডেলের এই টেলিভিশন। আশপাশে বিদ্যুৎ-সংযোগ না থাকলেও সমস্যা নেই, একবার চার্জে টানা তিন ঘণ্টা চলতে পারে টেলিভিশনটি। ২৭ ইঞ্চি পর্দার টেলিভিশনটিতে চারটি স্পিকার থাকায় জোরালো শব্দে গানও শোনা সম্ভব।

টেলিভিশনটি সুটকেসের মধ্যে রেখেই ব্যবহার করা যায়, ফলে স্ট্যান্ডের প্রয়োজন হয় না।

অ্যাপলের এয়ারপ্লে ব্লুটুথ-প্রযুক্তি সমর্থন করায় আইফোন বা আইপ্যাডের স্ক্রিন মিররিং সুবিধা কাজে লাগিয়ে টেলিভিশনটিতে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি গান বা ভিডিও দেখা সম্ভব। ভয়েস কন্ট্রোল সুবিধার টেলিভিশনটি সুটকেসের মধ্যে রেখেই ব্যবহার করা যায়, ফলে স্ট্যান্ডের প্রয়োজন হয় না। শুধু তা–ই নয়, টেলিভিশনটির পর্দা চাইলে আড়াআড়ি বা উলম্ব করেও ব্যবহার করা যায়।

১০৮০ পিক্সেলের এলসিডি পর্দা থাকায় টেলিভিশনটিতে ভালো মানের ছবি দেখা যায়। ফলে ভ্রমণের সময় তারের সংযোগ ছাড়াই বড় পর্দায় উচ্চ রেজল্যুশনের ভিডিও দেখা সম্ভব। এ মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে টেলিভিশনটি। দাম পড়বে এক হাজার মার্কিন ডলার।
সূত্র: দ্য ভার্জ