Thank you for trying Sticky AMP!!

রেডমি নোট ১৩

শক্তিশালী প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ করা যায় এই ফোনে

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে শাওমি। ‘রেডমি নোট ১৩’ মডেলের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ শক্তিশালী প্রসেসর থাকায় দ্রুত একসঙ্গে একাধিক কাজ করা যায়। ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি এফএইচডি (ফুল হাইডেফিনেশন) প্লাস অ্যামোলেড পর্দা থাকায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভালো মানের ছবি ও ভিডিও দেখা সম্ভব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

ফোনটির পেছনে ১০৮, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা সম্ভব।

আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তিনির্ভর ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটিতে রয়েছে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা। দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ ও ২৫ হাজার ৯৯৯ টাকা।