
গুগলের ট্রান্সলেট অ্যাপ থেকেই সরাসরি ব্যবহার করা যাবে গুগল লেন্স। এ সুবিধা কাজে লাগিয়ে ছবিতে থাকা এক ভাষার লেখা অন্য ভাষায় পড়া যাবে। ফলে ভাষার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি আইফোনেও এ সুবিধা ব্যবহার করা যাবে।
এ সুবিধা চালু হলে গুগল ট্রান্সলেট অ্যাপে প্রবেশ করলেই লেন্সের ক্যামেরা আইকন পাওয়া যাবে। আইকনে ক্লিক করে ফোনের ক্যামেরা দিয়ে লেখার ছবি তুলে নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়া যাবে। ছবিতে থাকা লেখা সহজে পছন্দের ভাষায় অনুবাদের জন্য ভাষা নির্বাচনের সুযোগও পাওয়া যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।