Thank you for trying Sticky AMP!!

মাইক্রোসফট টিমসে ভিডিও কলের পটভূমিতে সবুজ পর্দা ব্যবহার করা যাবে

ভিডিও কলের পটভূমিতে সবুজ পর্দা ব্যবহার করা যাবে মাইক্রোসফট টিমসে

বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকে নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় ভিডিও কলের মাধ্যমে। তবে ভিডিও কলের সময় পেছনের দৃশ্যের কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আর তাই ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে মাইক্রোসফট টিমস। কিন্তু ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করলে ব্যবহারকারীর চেহারা তেমন উজ্জ্বলভাবে দেখা যায় না। সমস্যা সমাধানে ভিডিও কলের পটভূমিতে সবুজ পর্দা ব্যবহারের সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফটের ব্যবসায়িক যোগাযোগের প্ল্যাটফর্মটি।

Also Read: মাইক্রোসফট টিমস থেকেই লিংকডইন প্রোফাইল দেখা যাবে

মাইক্রোসফটের তথ্যমতে, ভিডিও কলের সময় পটভূমিতে সরাসরি সবুজ পর্দা ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, সবুজ পর্দার সঙ্গে ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করলে বর্তমানের তুলনায় চেহারা ভালোভাবে দেখা যাবে। ফলে স্বচ্ছন্দে ভিডিও কলের সুযোগ মিলবে।

Also Read: মাইক্রোসফট টিমসে যুক্ত হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ভিউ

মাইক্রোসফট টিমসের প্রোগ্রাম ব্যবস্থাপক জ্যান স্টেবার্ল জানিয়েছেন, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট সুবিধা চালু করে ভিডিও কলের পটভূমিতে সবুজ পর্দা যুক্ত করা যাবে। এরপর পছন্দের ভার্চ্যুয়াল পটভূমি নির্বাচন করলেই আগের তুলনায় স্পষ্টভাবে চেহারা দেখা যাবে।

Also Read: ভিডিও কলের সময় আসনবিন্যাসের সুযোগ দেবে মাইক্রোসফট টিমস

উল্লেখ্য, বেশ কিছু অ্যাপ ও যোগাযোগের প্ল্যাটফর্মে ভিডিও কলের সময় পেছনের ছবি ঝাপসা করার পাশাপাশি ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ মিলে থাকে। মাইক্রোসফট টিমসে নতুন এ সুবিধা চালুর ফলে আগের তুলনায় স্বচ্ছন্দে অপরিচিত ব্যক্তি বা সহকর্মীদের সঙ্গে ভিডিও কল করা যাবে।
সূত্র: দ্য ভার্জ

Also Read: এক্সেলের তথ্য সম্পাদনা করা যাবে মাইক্রোসফট টিমসে