Thank you for trying Sticky AMP!!

আইওএস হালনাগাদের পর আইফোনের পর্দায় সমস্যা দেখা দিয়েছে

আইওএস ১৬.২ হালনাগাদ করে বিপাকে আইফোন ১৪ ব্যবহারকারীরা

সম্প্রতি আইফোনের জন্য আইওএস ১৬.২ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। কিন্তু নতুন এ সংস্করণ নামালেই আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের পর্দায় সবুজ ও হলুদ রঙের দাগ দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সে বিল্টইনভাবে আইওএস ১৬ ব্যবহার করা যায়।

Also Read: আপনার আইফোন ও আইপ্যাড নিরাপদ তো

সম্প্রতি আইওএস ১৬.২ সংস্করণের আগের সব অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। আর তাই অনেকে তড়িঘড়ি করে আইওএস ১৬.২ সংস্করণ নামিয়ে ব্যবহার করছেন। কিন্তু সংস্করণটি নামানোর পর বেশ কিছু আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের পর্দায় সমস্যা দেখা দিয়েছে।

Also Read: মেসির স্বর্ণখচিত আইফোনের দাম জানেন কি

ব্যবহারকারীদের অভিযোগ, আইওএস ১৬.২ সংস্করণে আইফোন চালু করলে পর্দায় সবুজ ও হলুদ রঙের আড়াআড়ি দাগ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে দাগটি মুছে যায়। ব্যবহারকারীদের এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে অনেকের ধারণা, আইওএস ১৬.২ সংস্করণের ত্রুটির কারণে এ সমস্যা হচ্ছে।

Also Read: আইফোনের সঙ্গে স্বর্ণখচিত রোলেক্স ঘড়ি, মূল্য প্রায় দেড় কোটি টাকা

আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে কাস্টমাইজড লক স্ক্রিন, ই-মেইল শিডিউল, নতুন নোটিফিকেশন সিস্টেম ব্যবহারের পাশাপাশি পাঠানো বার্তা সম্পাদনাসহ বিভিন্ন সুযোগ মিলে থাকে।
সূত্র: ইন্ডিয়া টাইমস

Also Read: নতুন আইফোনের ভেতর কী আছে