লিংকডইন
লিংকডইন

ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় লিংকডইনের বিরুদ্ধে মামলা, আপনার অ্যাকাউন্ট নিরাপদ আছে তো

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়। ফলে সহজেই চাকরির সন্ধান মিলে থাকে। তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণে ব্যবহারের পাশাপাশি তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করতে দিয়েছে লিংকডইন। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে লিংকডইনের বিরুদ্ধে মামলা করেছেন একদল ব্যবহারকারী।

মামলার অভিযোগে বলা হয়েছে, লিংকডইন অনুমতি ছাড়াই প্রিমিয়াম গ্রাহকদের ই-মেইল বার্তাসহ ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠিয়েছে। এ জন্য গত ১৮ সেপ্টেম্বর নিজেদের গোপনীয়তা নীতিমালাও হালনাগাদ করেছে লিংকডইন। এর ফলে নিজেদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন অনেক লিংকডইন ব্যবহারকারী।

মামলায় লিংকডইনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন, ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতা আইন ভঙ্গ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টোরড কমিউনিকেশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ব্যক্তিগত তথ্য প্রকাশ হওয়া লিংকডইন ব্যবহারকারীদের প্রত্যেককে ১ হাজার মার্কিন ডলার দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে নিজেদের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে লিংকডইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

গত বছরের সেপ্টেম্বর মাসে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বিভিন্ন পোস্ট ব্যবহার করে নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করেছিল লিংকডইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ডিফল্ট সেটিংস ব্যবহারকারীদের তথ্য এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। তবে ব্যবহারকারীরা চাইলে সেটিংস পরিবর্তন করে নিজেদের তথ্য গোপন রাখতে পারেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস