Thank you for trying Sticky AMP!!

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে সংবাদ জনপ্রিয় করার ক্ষেত্রে নিউ সেঞ্চরি নেটওয়ার্কের অবদান বেশ

নিউইয়র্ক টাইমস যোগ দিল দ্য নিউ সেঞ্চুরি নেটওয়ার্কে

১৯৯৫ সালের ৮ মে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস আরও সংবাদপত্র প্রকাশকের সঙ্গে দ্য নিউ সেঞ্চুরি নেটওয়ার্কে (এনসিএন) যোগ দেয়।

৮ মে ১৯৯৫

নিউইয়র্ক টাইমস যোগ দিল দ্য নিউ সেঞ্চুরি নেটওয়ার্কে

আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৫ সালের ৮ মে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস আরও সংবাদপত্র প্রকাশকের সঙ্গে দ্য নিউ সেঞ্চুরি নেটওয়ার্কে (এনসিএন) যোগ দেয়। নিউইয়র্ক টাইমসের উদ্দেশ্য ছিল নেটওয়ার্ক স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমগুলোর এই নেটওয়ার্ককে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে জাতীয় পর্যায়ের সংবাদ সেবা হিসেবে গড়ে তোলা।

ফ্ল্যাশ মেমোরির উদ্ভাবকের জন্মদিন আজ
জাপানের তাকাসাকিতে ১৯৪৩ সালের ৮ মে ফ্ল্যাশ মেমোরির উদ্ভাবক জাপানি প্রকৌশলী ফুজিও মাসুওকার জন্ম।

৮ মে ১৯৯৫
নিউইয়র্ক টাইমস যোগ দিল দ্য নিউ সেঞ্চুরি নেটওয়ার্কে
আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৫ সালের ৮ মে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস আরও সংবাদপত্র প্রকাশকের সঙ্গে দ্য নিউ সেঞ্চুরি নেটওয়ার্কে (এনসিএন) যোগ দেয়। নিউইয়র্ক টাইমসের উদ্দেশ্য ছিল নেটওয়ার্ক স্থানীয় অনলাইন সংবাদমাধ্যমগুলোর এই নেটওয়ার্ককে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে জাতীয় পর্যায়ের সংবাদ সেবা হিসেবে গড়ে তোলা। অনলাইন সংবাদকে জনপ্রিয় করে তোলাও ছিল এই নেটওয়ার্কের উদ্দেশ্য। এখন দ্য নিউইয়র্ক টাইমস এবং আরও বড় বড় সংবাদপত্রের সব কিছুই প্রতিদিন অনলাইনে প্রকাশ করা হচ্ছে।

ফুজিও মাসুওকা

ফ্ল্যাশ মেমোরির উদ্ভাবকের জন্মদিন আজ
জাপানের তাকাসাকিতে ১৯৪৩ সালের ৮ মে ফ্ল্যাশ মেমোরির উদ্ভাবক জাপানি প্রকৌশলী ফুজিও মাসুওকার জন্ম। তিনি আইইইই মরিস এ লিয়েবমান স্মৃতি পুরস্কার বিজয়ী। ফুজিও মাসুওকা ইলেকট্রনিক পণ্য নির্মাতা তোশিবা ও তোহুকু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি ইউনিস্যানটিস ইলেকট্রনিকসের প্রধান কারিগরী কর্মকর্তা (সিটিও)।
কম্পিউটারের কাজের গতি বাড়ানোর অন্যতম নিয়ামক ফ্ল্যাশ মেমোরির উন্নয়নকাজ ১৯৮০ সালে তোশিবায় শুরু করেন মাসুওকা। র‌্যাম ও রম নামের যে যন্ত্রাংশ এখন আমরা দেখি, তা মাসুওকার উদ্ভাবনের ফসল। তিনি ফ্ল্যাশ মেমোরি, এনএএনডি ফ্ল্যাশ, জিএএএফইটি উদ্ভাবনের জন্য বেশি খ্যাতি পেয়েছেন। মাসুওকার বয়স যখন ১০ বছর, তখন তাঁর মা তাঁকে গণিত পড়ার ব্যাপারে উৎসাহ দেন এবং গণিত শেখার জন্য একজন গৃহশিক্ষক ঠিক করে দেন। মাত্র ১২ বছর বয়সে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন শিশু মাসুওকা।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটকম, কম্পিউটার হোপ, উইকিপিডিয়া

ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ